ডেরেককে গলাধাক্কা! হাথরাসের মাটিতে লুটিয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য
Oddবাংলা ডেস্ক : কংগ্রেসের পর এবার তৃণমূল। হাথরাসে পুলিশি প্রতিরোধের মুখে তৃণমূলের প্রতিনিধি দল৷ নির্যাতিতার বাড়ি থেকে ১.৫ কিমি দূরে আটকে দেওয়া হল প্রতিনিধি দলকে৷ প্রথমে পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি। এবং পরে তৃণমূলের প্রতিনিধি দলের অন্যতম সদস্য সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। সংবাদ সংস্থা এএনআই ভিডিওটি প্রকাশ করে। এই ঘটনার পর তৃণমূলের তরফে পুলিশি দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে৷
এদিন সকালে তৃণমূলের একটি প্রতিনিধি দল নির্যাতিতার বাড়ির উদ্দেশে রওনা হন৷ ডেরেক ও’ব্রায়েন ছাড়াও ওই দলে ছিলেন, কাকলি ঘোষ দস্তিদার, মমতাবালা ঠাকুর এবং প্রতিমা মণ্ডল৷ এই মুহূর্তে নির্যাতিতার গ্রামে ও পার্শ্ববর্তী অঞ্চলে জারি ১৪৪ ধারা৷ তা ভেঙে ঢোকার চেষ্টা করলে প্রতিনিধি দলকে স্থানীয় পুলিশের তরফে বাধা দেওয়া হয়৷ জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় পুলিশের৷
#WATCH: TMC delegation being roughed up by Uttar Pradesh Police at #Hathras border. The delegation, including Derek O'Brien, was on the way to meet the family of the victim of Hathras incident. pic.twitter.com/94QcSMiB2k
— ANI (@ANI) October 2, 2020





Post a Comment