মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে নীতীশকে চ্যালেঞ্জ?


Odd বাংলা ডেস্ক: বিহারে জোট অঙ্ক এখনও সেভাবে সুস্থির পর্যায়ে যায়নি। তবে তারই মাঝে এলজেপির রামবিলাস পাসওয়ানের নাম উঠে আসতে শুরু করেছে বিহার নির্বাচন ঘিরে। বিহার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে নীতিশকে তিনি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন বলে জল্পনার পারদ চড়ছে। মনে করা হচ্ছে, বিহার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রিত্বের লড়াইয়ে পাসওয়ান এই বছরই শেষ চেষ্টা করবেন। কারণ এর পরবর্তী পর্যায়ে এই চেয়ার রামবিলাস তাঁর ছেলে চিরাগের জন্য 'পাখির চোখ' করে ঘুঁটি সাজাতে পারেন। বিহার বিধানসভা নির্বাচনের ইতিহাসে ১৯৬৯ সালে বিধায়ক পদে রামবিলাসের পদার্পণের তথ্য পাওয়া যায়। জরুরি অবস্থার সময় ১৫ মাসের জেলবন্দি রামবিলাস ২০২০ সালের বিধানসভা নির্বাচনের কালো ঘোড়া হয়ে ওঠার চেষ্টায় রয়েছেন। বিহার নির্বাচনে নীতীশ কুমারের বিরুদ্ধে চেনা বিরোধী মুখ লালুপুত্র আরজেডি নেতা তেজস্বী। বিহারের রাঘোপোর বিধানসভা আসন থেকে ২০১৫ সালে জয়লাভ করে গোবলয় রাজনীতিতে ছাপ ফেলেন তেজস্বী। এবারের বিহার নির্বাচনে তিনিও রয়েছেন বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে। বাবা লালু প্রসাদ জেলবন্দি থাকা অবস্থা পার্টির রাশ আপাতত তিনিই সামলাচ্ছেন। এককালের শরিক জেডিইউকে বিহারের কুর্সি থেকে উৎখাত করতে তেজস্বী বদ্ধ পরিকর । ফলে নীতীশ কুমারের কাছে তিনিও এক বড় চ্যালেঞ্জ হতে পারেন। বিশেষত কৃষি বিল, এনআরসি, সিএএ সহ একাধিক ইস্যু নিয়ে বিহারে রাজনীতির হাওয়া জোরদার হলে, তেজস্বী বিরোধী শিবিরের অন্যতম মুখ হতে পারেন নীতীশের বিরুদ্ধে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.