দ্বিতীয়বার লকডাউনের আগে প্যারিস ছাড়লেন অসংখ্য মানুষ, যার জেরে তৈরি হল ৭০০ কিলোমিটার ট্রাফিক জ্যাম


Odd বাংলা ডেস্ক: শহর কলকাতার ট্রাফিক জ্যামে নিত্যদিন জেরবার হন সাধারণ মানুষ। কিন্তু জানেন ফ্রান্সের রাজধানী প্যারিস ট্রাফিক জ্যামের এক অদ্ভূত নজির তুলে ধরল! বৃহস্পতিবার সন্ধেবেলা প্যারিসের রাস্তায় তারি হয়েছিল এক নজিরবিহিন যানজট, যা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি বলেই খবর। 

যদিও যানজটের প্রসঙ্গে এর আগেও একাধিকবার উঠে এসেছে প্যারিসের নাম। আর এবার প্রায় ৭০০ কিলোমিটার রাস্তাজুড়ে তৈরি হয়েছিল যানজট। কীভাবে তৈরি হল এমন যানজট। প্রসঙ্গত, গোটা ইওরোপজুড়ে দ্বিতীয়বার করোনার স্রোত ছড়িয়ে পড়ছে।আর প্রাণঘাতী এই মহামারীকে সামাল দিতেই গত ৩০ অক্টোবর মধ্যরাত থেকে ফ্রান্সে লকডাউন ঘোষণা করা হয়েছিল। আর তার আগে অর্থাত গত ২৯ অক্টোবর অসংখ্য মানুষ প্যারিস ছাড়ার পরিকল্পনা করতেই ঘটেছে এই বিপত্তি। 

বেনজির এই ট্রাফিক জ্যামের কথা স্বীকার করে নিয়েছে ফ্রান্সের ট্রাফিক দফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় ইলে-ডি-ফ্রান্স অঞ্চলে ৪৩০ মাইলের (৭০০ কিলোমিটার) বেশি প্রসারিত এই ট্রাফিক জ্যামের কথা তারা জানিয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে দ্বিতীয় দফায় লকডাউন বলবত্‍‌ হয়েছে ফ্রান্সে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.