থাবা বসাচ্ছে করোনার দ্বিতীয় স্রোত, ২ নভেম্বর থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: ইওরোপের দেশগুলোতে করোনা ভাইরাসের দ্বিতীয় স্রোত বিস্তার লাভ করেছে। ক্রমাগত সমগ্র ইওরোপজুড়েই কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলছে। এর মধ্যে ব্রিটেনে করোনার দ্বিতীয় স্রোতের সঙ্গে মোকাবিলা করতে ফের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

আগামী ২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এক মাসের জন্য গোটা দেশ লকডাউনের পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। এবং প্রতিদিন ২০ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংখ্যাটা দৈনিক ৮০ হাজারে পৌঁছে যেতে পারে। প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়ছেন, করোনার সংক্রমণ রোধ করতে এর আর কোনও বিকল্প উপায় ছিল না। তবে লকডাউনের মধ্যেও খোলা থাকবে কিছু জরুরী পরিষেবা, সেইসঙ্গে খোলা থাকবে স্কুল এবং বিশ্ববিদ্যালয়ও। 

খবরে বলা হয়, আগামী ৪ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা দিতে পারে ব্রিটিশ সরকার। বিশেষ গুরুত্বপূর্ণ না হলে ব্রিটেনের কোনো দোকান কিংবা সেবাদানকারী প্রতিষ্ঠান খোলা না রাখার নির্দেশ জারি করা হয়েছে। তবে বসন্তের নতুন লকডাউনের মধ্যে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো চালু থাকবে।

রেস্তোরাঁ বা পাবে বসে খাওয়া যাবে না, তবে সেখান থেকে কিনে নিয়ে যাওয়া যাবে। এর আগে ইংল্যান্ডে প্রথম দফায় লকডাউন ছিল গত ২৩ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত। তারপর এপ্রিল মাসে নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী। যদিও তার আগেই, দেরিতে লকডাউন ঘোষণা করার জন্য যথেষ্ঠ সমালোচিতও হয়েছিলেন। ইতিমধ্যেই ব্রিটেনে করোনায় মৃত্যুর হয়েছে ৫৯ হাজার জনের। পরিসংখ্যান বলছে মৃতের নিরিখে আমেরিকা, ব্রাজিল, ভারত এবং মেক্সিকোর পরেই ব্রিটেনের স্থান। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.