প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'বুরেভি', প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনি


Odd বাংলা ডেস্ক: ভয়ঙ্কর শক্তি সঞ্চয় করে শ্রীলঙ্কার মাটিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বুরেভি। আজ বেলা ১১ট নাগাদ শ্রীলঙ্কার বুকে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। তবে ঘূর্ণিঝড় নিভারের মতো এটি ততটাও বিধ্বংসী নয়। শ্রীলঙ্কায় ব্যপক তাণ্ডবের পর ঘূর্ণিঝড়ের অভিমুখ ঘুরতে শুরু করেছে তামিলনাড়ুর দিকে। 

হাওয়া অফিসের পূর্বাভাস বৃহস্পতিবার রাতে বা শুক্রবার সকালে তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে চলেছে বুরেভি। আর সেই কারণেই পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়েছে আগাম সতর্কতা। তৈরি করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। 

ইতিমধ্যেই এবিষয়ে তামিলনাড়ু এবং কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুটি রাজ্যকেই সমস্তরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.