একটু ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানিয়ে নিন খাসির মাংসের মেটে চচ্চড়ি, রইল রেসিপি

Odd বাংলা ডেস্ক: খাসির মাংসের মেটে খেতে অনেকেই খুব ভালবাসেন। তা খেতে যেমন সুস্বাদু তেমনই এতে রয়েছে কিছু পুষ্টিগুণও। আজ তাই আপনাদের জন্য রইল খাসির মাংসের মেটে চচ্চড়ি রেসিপি- 

উপকরণ-

  • খাসির মাংসের মেটে-  ৫০০ গ্রাম
  • পেঁয়াজ – মাঝারি মাপের দেড় খানা পেস্ট করা  পেঁয়াজ কুচি করেও নিতে পারেন)
  • টমেটো পেস্ট- ২টি মাঝারি আকারের
  • ফেটানো টক দই- ৪ টেবিল চামচ
  • আদা রসুনের পেস্ট- ১+১  চামচ
  • জিরে গুঁড়ো- ১ চা-চামচ 
  • গরম মশলা গুঁড়ো- ১/২ চা-চামচ 
  • নুন- স্বাদমতো
  • শুকনো লঙ্কার গুঁড়ো (বা স্বাদমতো) বা ১ চা-চামচ 
  • হলুদের গুঁড়ো- ১/২ চা-চামচ 
  • গোলমরিচ- ৮-১০টি
  • সবুজ এলাচ- ৪টে
  • কালো এলাচ- ১টা
  • লবঙ্গ- ৬টি
  • দারচিনি- ২ ইঞ্চি লম্বা স্টিক
  • গোটা জিরে- ১ চা-চামচ
  • আদা-রসুন বাটা- ১+১ টেবিল চামচ
  • জুলিয়ান করে কাটা আদা- ২ ইঞ্চি
  • কাঁচালঙ্কা- ৪টে 
  • কস্তুরী মেথি- ১ চা-চামচ
  • ধনে পাতা- ৪ টেবিল চামচ
  • তেল- ৫-৬ টেবিল চামচ

প্রণালী- 

খাসির মাংসের মেটে চচ্চড়ি বানাতে সবার প্রথমে প্রেসার কুকারে তেল গরম করে তাতে সমস্ত গোটা মশলা দিয়ে দিয়ে অল্প আঁচে কয়েক সেকেন্ডের নাড়াচারা করে নিন। হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিন। তবে আপনারা চাইলে কুচোনো পেঁয়াজও দিতে পারেন। পেঁয়াজটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে সোনালী করে ভেজে নিন। এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনের লিভারের টুকরোগুলি দিয়ে ভাল করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে থাকুন। 

এবার গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিন। এইভাবে রান্না করলে মাংসের মেটেগুলো ভাল করে ফ্রাই করা হবে এবং মেটেগুলো ৫০ শতাংশ রান্নাও হয়ে যাবে। 

এরপর এর মধ্যে দিয়ে দিন আদা-রসুন বাটা এবং সমস্ত গুঁড়ো মশলাগুলো। সঙ্গে দিন সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলার কাঁচাভাবটা চলে যাওয়া পর্যন্ত মেটেটা রান্না করে নিতে হবে। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন টমোটোর পেস্টটা। এরপর ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটোর জলটা শুকিয়ে যাচ্ছে। 

একইভাবে এরপর দিয়ে দিন ভাল করে ফেটিয়ে রাখা টকদইটা। টকদই দিয়েও ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকুন যতক্ষণ না এর জলটা শুকিয়ে আসছে। এরপর একটা ভালো ফ্লেভারের জন্য এতে দিয়ে দিন কস্তুরী মেথি, তবে না চাইলে নাও দিতে পারেন। কস্তুরী মেথি কিন্তু মাংসের  মেটের যে একটা গন্ধ হয়, সেটাকে দূর করতে সাহায্য করে। 

সবার শেষে দেবেন স্বাদমতো নুন। নুনটা যদি আগে দিয়ে দেন তাহলে কিন্তু মেটে শক্ত হয়ে যেতে পারে। এরপর এর মধ্যে ৫০-৬০ এলএল মতো জল দিয়ে প্রেসারের ঢাকনা বন্ধ করে দিয়ে অল্প আঁচে ২ মিনিট মতো রান্না করে নিন। এরপর গ্যাস বন্ধ করে দিন। পরিবেশনের আগে কেবল কাঁচা লঙ্কা, জুলিয়ান করে কাটা আদা এবং ধনে পাতা দিয়ে একবার ভাল করে মিক্স করে নিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটির সঙ্গে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.