World UFO Day: ভিনগ্রহ থেকে ভেসে আসছে রেডিও সংকেত, তাহলে কি এলিয়েনদের অস্তিত্ব রয়েছে?



Odd বাংলা ডেস্ক: কল্পবিজ্ঞানের গল্পে ভিনগ্রহী জীব তথা এলিয়েনদের কথা পড়ে থাকলেও, মন প্রশ্ন জাগে, তাহলে কি এসবই মিথ্যা বা অযৌক্তিক। সত্যি কি ভিন গ্রহে এলিয়েন বলে কি কিছুই নেই। সেইসব ভাবনার বেড়াজাল ভেঙে ফেলল একটি সাম্প্রতিক ঘটনা। 

সম্প্রতি গবেষকদের  দাবি, সৌর জগতের বাইরে থাকা এক গ্রহ থেকে রেডিও সিগন্যাল ভেসে এসেছে। সুনির্দিষ্টভাবে তাঁরা জানিয়েছে, ৫১ আলোকবর্ষ দূর থেকে ওই সংকেত এসেছে। 'অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রো ফিজিক্স' জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে দাবি করা হয়েছে, নেদারল্যান্ডসের এক রেডিও টেলিস্কোপে ৫১ আলোকবর্ষ দূর থেকে আসা সেই সংকেত ধরা পড়েছে। টাউ বুটেস নক্ষত্রমণ্ডলীর অন্তর্গত একটি গ্রহ থেকে ওই সংকেত এসেছে বলে জানিয়েছেন গবেষকরা।

তবে গবেষকরা জানিয়েছেন, শুধু সেই গ্রহটিই নয়, মহাবিশ্বের আরও দুটি জায়গা থেকে আসছে ওই রেডিও সংকেত। তবে, টাউ বুটেস নক্ষত্রমণ্ডলীর অন্তর্গত ওই গ্রহটিকে নিয়েই সবচেয়ে আশাবাদী বিজ্ঞানীরা। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, এই সংকেত সৌরজগতের বাইরে প্রাণের সন্ধান সংক্রান্ত গবেষণায় নতুন দিশা এনে দিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.