ট্রাকের তলায় পিষ্ট হয়ে মৃত্যু ১৫ পরিযায়ী শ্রমিকের

Odd বাংলা ডেস্ক: মঙ্গলবার ভোর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা গুজরাতের সুরাতের। মৃত্যু হল পনেরোজন পরিযায়ী শ্রমিকের। তারা রাস্তার ধারে শুয়ে ছিলেন যখন একটি ট্রাক এসে তাদের পিষে মেরে দেয়। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

জানা গিয়েছে সুরাত শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কোসাম্বা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। কিম-মাণ্ডবী রাস্তার ওপর ট্রাকের ড্রাইভার বেলাগাম হয়ে রাস্তায় শুয়ে থাকা দরিদ্র মানুষদের ওপর দিয়ে চালিয়ে যান। এর প্রত্যেকেই রাজস্থানের বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলেই বারোজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় আট জনকে। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.