শরীরে জটিল রোগ বা অ্যালার্জির ইতিহাস থাকলে করোনা টিকা এড়িয়ে চলুন , জানাল ভারত বায়োটেক
Odd বাংলা ডেস্ক: শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে যাঁদের এবং যাঁদের শারীরিক সমস্যার জন্য একাধিক ওষুধ খেতে হয়, তাঁদের কোভ্যাক্সিন নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল ভারত বায়োটেক। এই নিয়ে বিস্তারিত একটি তথ্যপত্রও প্রকাশ করেছে সংস্থা। অপ্রীতিকর ঘটনা এড়াতেই কি এই নিষেধাজ্ঞা?
কারণ ইতিমধ্যেই করোনার টিকা দেওয়া শুরু হওয়ার পর থেকে তৃতীয় দিনের হিসাব বলছে ৩.৮ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত ৫৮০ জনের শরীরে এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, যাদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনের মৃত্যুও হয়েছে, তবে সেই মৃত্যু করোনার টিকার কারণে নয় বলে তথ্য দিয়েছিল কেন্দ্রীয় সরকার। হয়তো সেই কারণেই আগে থাকতে সতর্ক করে রাখল কোভ্যাক্সিন।
প্রসঙ্গত, এর আগে সরকার জানিয়েছিল, যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁরাও টিকা নিতে নিতে পারে। তবে তাঁদের শরীরে টিকার প্রভাব কম পড়বে। বিশেষত, যেসব ক্যান্সার আক্রান্ত কেমোথেরাপিতে রয়েছেন, যাঁদের এইচআইভি পজিটিভ রয়েছে, তাঁদের ক্ষেত্রে করোনার টিকার প্রয়োগ ক্ষমতা অত্যাধিক রকমের কম থাকতে পারে। ভারত বায়োটেক আরও জানিয়েছে, যাঁদের শরীরে রক্তপাত জনিত সমস্যা রয়েছে, তাঁরাও যেন কোভিড টিকা এড়িয়ে যান। যাঁরা অত্যন্ত অসুস্থ, কিংবা যাঁদের কোনও অ্যালার্জির ইতিহাস রয়েছে, অথবা অন্তঃস্বত্তা মহিলাদেরও করোনা টিকা এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সেই কারণেই টিকা নিতে যাওয়ার সময় টিকা অফিসার যিনি আছেন, তাঁকে বিস্তারিক শারীরিক অবস্থা বলার নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। তাঁরা নিয়মিত কোনও ওষুধ খাচ্ছেন কি না, সেই বিষয়েও বিস্তারিত বলতে বলা হয়েছে।





Post a Comment