কচ্ছপকে কামড় দিয়ে দাঁত ভাঙল কুমিরের


Odd বাংলা ডেস্ক: দক্ষিণ ক্যারোলিয়ায় অবশ্য তোলা হয়েছিল ভিডিওটি। সঙ্গে সঙ্গে এটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এখন সেই ভিডিওটি ফের হিট হয়েছে টুইটারে। সেটি পোস্ট করেছেন আইআরএস অফিসার নাভেদ ট্রুম্বু। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি কচ্ছপকে বাগে পেয়ে মুখে পুরে চেবানোর চেষ্টা করছে এক বিশালাকার কুমির। চিবিয়ে সুবিধে করতে না পেরে গিলে ফেলারও চেষ্টা করছে। বাধা দেওয়ার উপায় নেই কচ্ছপের। কিন্তু কচ্ছপের পিঠের শক্ত খোলের কাছে হার মানছে কুমিরের দাঁত। শেষপর্যন্ত কুমিরের মুখ থেকে ফসকে মাটিতে পড়ে লাফিয়ে লাফিয়ে চলে গেল কচ্ছপ। ভিডিওটি টুইটারে পোস্ট হওয়ার পর ২৮,০০০ বার দেখা হয়েছে। রিটুইটি হয়েছে ৫০০ বার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.