আজব ব্যবসা! বায়ুত্যাগ করে জারে ভরে বিক্রি!


Odd বাংলা ডেস্ক: কত আজব জিনিসের ব্যবসাই না হতে পারে! কিন্তু তাই বলে নিজের ত্যাগ করা বায়ু জারে ভরে বিক্রি! এমন ঘটনায় নাক সিটকোনো ছাড়া উপায় থাকে না। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্টের টেনেসিতে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন নিজের বাতকর্ম জারে ভরে বিক্রি করছিলেন বলে। না, এই গা ঘিন ঘিনে কাণ্ডের জন্য তাঁকে মোটেই পুলিশে ধরেনি। তিন গ্রেফতার হয়েছেন, তাঁর কোনও ডিস্ট্রিবাউটিং লাইসেন্স ছিল না বলে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম চেঞ্জপোস্ট-এর খবর, প্রায় ১৫০ কন্টেনারে বাতকর্ম ভরে তিনি বিক্রি করছিলেন। তাঁর দাবি, এই সব বায়ু বিভিন্ন প্রকারের খাবারের উপজাত। জারগুলিতে নাকি ৩০ শতাংশ বাতকর্ম আর ৭০ শতাংশ বাতাস ছিল বলে তিনি দাবি করছিলেন। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই ব্যক্তির কোনও পণ্য বিক্রয়ের অনুমতি ছিল না, তাই জারগুলি বাজেয়াপ্ত করা হয়। প্রসঙ্গত, এই জারগুলি নাকি ভালই বিক্রি হচ্ছিল। অনেকে নাকি এই বাতকর্ম-ব্যবসার কথা ভাবছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যম। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.