করোনার প্রাদুর্ভাবের এক বছর পর এই প্রথম লাক্ষাদ্বীপে মিলল করোনা রোগীর হদিশ

Odd বাংলা ডেস্ক: করোনার প্রাদুর্ভাবের এক বছর পর এই প্রথম লাক্ষাদ্বীপে মিলল করোনা রোগীর সন্ধান। সারা বিশ্বে যখন করোনার ত্রাসে জর্জরিত, তখন করোনা থাবা বসাতে পারেনি এই দ্বীপাঞ্চলে। ভারতের একমাত্র করোনামুক্ত এলাকা বলে পরিচিত ছিল এই লাক্ষাদ্বীপ।তবে এবার সেখানেও মিলল করোনা আক্রান্তের হদিশ। যা নিয়ে উদ্বেগ বেড়েছে এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে। জানা গিয়েছে, কেরলের কোচি থেকে লাক্ষাদ্বীপে আসা এক ব্যক্তির শরীরে মিলেছে করোনাভাইরাস। যদিও আদতে ওই ব্যক্তি লাক্ষাদ্বীপের বাসিন্দা নন বলেই জানা গিয়েছে।

সারা দেশে করোনা সংক্রমণের পর থেকেই চূড়ান্ত সতর্ক হয়ে যায় এই দ্বীপ প্রশাসন। কেন্দ্রশাসিত এই অঞ্চলে করোনা রুখতে কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। কারণ গত বছরই দেশে করোনা ছড়ানোর পর থেকেই প্রথমে লাক্ষাদ্বীপে জাহাজ ঢোকা ও এলাকা থেকে জাহাজ ছাড়া বন্ধ করে দিয়েছিল প্রশাসন। গোটা দ্বীপাঞ্চলে কোভিড প্রোটোকল মানতে একাধিক প্রশাসনিক পদক্ষেপ দেশের বাকি অংশগুলির কাছে রীতিমতো শিক্ষণীয় ছিল বলেই মত ওয়াকিবহাল মহলের। গত এক বছরে গোটা ভারতকে করোনা গ্রাস করলেও এই দ্বীপাঞ্চলে থাবা বসাতে পারেনি মারণ করোনা ভাইরাস।

কিন্তু এই ঘটনার পর থেকেই আরও কড়া বিধি-নিষেধ জারি করেছে লাক্ষাদ্বীপ প্রশাসন। কোচি থেকে যাঁরা লাক্ষাদ্বীপে ঢুকছে তাঁদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলকভাবে কোয়ারান্টিনে থাকার নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই ওই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদেরও কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হচ্ছে। এরই পাশাপাশি লাক্ষাদ্বীপে করোনা-হানা রুখতে জাহাজ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের অন্য অংশ থেকে লাক্ষাদ্বীপে যেতে হলে হলে করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.