এই জুস সারিয়ে দেবে নাক ডাকা!

Odd বাংলা ডেস্ক: নাক ডাকার অন্যতম কারণ হল শ্বাসনালীতে বায়ু চলাচলে ব্যাঘাত। ঘুমন্ত অবস্থায় গলা ও তালুর টিস্যু ঢিলেঢালা হয়ে এই বাধার সৃষ্টি করে। এটা ঘটে হালকা ঘুম থেকে গভীর ঘুমে যাওয়ার সময়। এই বাধা ঠেলে জোর করে বায়ু চলাচলের কারণেই নাসিকা গর্জন। অ্যালার্জি, অ্যাজমা, ঠান্ডা লাগা, স্লিপ অ্যাপনিয়া, সাইনাস এমন নানা কারণ থাকতে পারে।

এ জন্য সর্বাগ্রে ওজন ঝরানোর চেষ্টা করতে হবে। কারণ, ওবেসিটি নাক ডাকার অন্যতম কারণ। ওজন কমলে নাক ডাকাও আপনা থেকে কমবে। কিন্তু, রাতারাতি তো ওজন কমবে না। ততদিন একটি জুস নিয়মিত খেয়ে দেখতে পারেন। আপনার সামান্য উদ্যোগে পাশের মানুষটি শব্দব্রহ্মের হাত থেকে নিস্তার পাবে।

জুসের উপকরণ: ২টা আপেল। ২টা গাজর। একটা পাতিলেবুকে চার টুকরো করে তার একভাগ। এক ইঞ্চি সমান একগাঁট আদা

যে ভাবে বানাবেন: মিক্সিতে সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে, সেই জুসটি বিছানায় শুতে যাওয়ার ঘণ্টাখানেক আগে খেতে হবে। নাক ডাকা বন্ধ।

যা কখনোই করবেন না: রাতে শুতে যাওয়ার আগে মদ্যপান বাদ দিতে হবে। মদ্যপানে নাক ডাকা আরও বাড়ে। খাওয়ার তালিকা থেকে বাদ দিতে হবে ভাজাপুড়াও। মাথায় রাখুন ডেয়ারি প্রোডাক্ট ও মশলা জাতীয় খাবারও চলবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.