নিজের ৮ মাসের সন্তানকে 'ছাগল' বলে দাবি করে কুপিয়ে খুন করল মা!


Odd বাংলা ডেস্ক: কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনও নয়- এই কথাকে কার্যত ভুল প্রমাণ করবে এই খবর। মাত্র ৮ মাসের দুধের শিশুকে কুপিয়ে খুন করল মা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভোপালের অশোকনগর জেলার চুরারু গ্রামে। ঘটনায় কার্যত অবাক পুলিশও। মায়ের দাবি, তাঁর সন্তান আসলে ছাগল। আর সেই কারণেই তাকে যেখানে পাঠানোর, সেখানেই পাঠিয়ে দিয়েছেন তিনি। ঘটনায় অভিযুক্ত মা, রেশমি লোধিকে গ্রেফতার করেছে পুলিশ।

রেশমির দোষ লুকোতে তাঁর পরিবারের লোকেরা বলেন, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ঘটনা ঘটেছে। যদিও পরে, রেশমির বাবা পুলিশকে পুরো ঘটনাটি খুলে বলেন। রেশমির পরিবারের সদস্যরা আরও বলেন, শনিবার নিজের সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপর দুপুরের দিকে ফিরে আসেন। ফিরলে দেখা যায়, কোলে রয়েছে সন্তান, অঝোরে রক্ত পড়ছে একরত্তি শিশুর শরীর থেকে। সঙ্গে সঙ্গে কাপড়ে মুড়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই সন্তানকে। 

রবিবার সকালে মৃত শিশুর বাবার বয়ানের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওই শিশুর মা-কে। পুলিশ তদন্ত করতে গিয়ে উদ্ধার করেছে সেই কুড়ুলটি। পুলিশ ওই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ মনে করছে, ওই মহিলা মানসিক ভাবে অসুস্থ ছিলেন। স্থানীয়রা অবশ্য বলছেন, ঈশ্বরের কাছে সন্তানকে বলি দিয়েছে মা। ঘটনার পরেই মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মহিলাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.