২০০ বছর আগেই ওয়ার্ক ফ্রম হোম, জেলার বাড়িতেই বানিয়ে নেন জেল
Odd বাংলা ডেস্ক: ১৮৮০ সালের এই বাড়িটি এক সময়ে বহু ইতিহাসের সাক্ষী ছিল। এই বাড়ির দেয়ালগুলো অনেক বন্দীদের আর্তনাদ সহ্য করেছে। বাড়িটির রং সাদা। এই সাদা বাড়িটিকে দূর থেকে দেখলে বোঝার বিন্দুমাত্র উপায় নেই। আপাতদৃষ্টিতে মনে হয় এটি আর পাঁচটা বাড়ির মতোই। তবে ২০০ বছরের পুরাতন এই বাড়ি এক সময়ে বহু ইতিহাসের সাক্ষী।
এই বাড়িটি আমেরিকার উত্তর-পূর্ব দিকে অবস্থিত ভারমন্ট প্রদেশে। এই বাড়িটি একজন জেলারের। ১৮৮০ সালের আশেপাশে এখানেই থাকতেন তিনি। আর বাড়ির সঙ্গে যুক্ত জেলগুলোতে বন্দীরা থাকত। বাড়িতে থেকেই একরকম বন্দীদের উপর নজরদারি চালাতেন তিনি। তবে অজান্তেই ওয়ার্ক ফ্রম হোমের একটা যোগসূত্র পাওয়া যায়।
এই জেল বাড়ি নিয়ে সম্প্রতি নিউ ইয়ার পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই সূত্রে জানা গিয়েছে, দুই বছর আগে শেষবার বিক্রি হয়েছিল দুই হাজার ১৯০ স্কোয়্যার ফিটের এই বাড়িটি। ২০১৮ সালে বাড়িটির বিক্রয়মূল্য ছিল ৭৫ হাজার ডলার। ২০১৮ সালের পর আবার বিক্রির জন্য নিলামে উঠেছে মার্কিন জেলারের এই বাড়ি। এ ক্ষেত্রে রিয়েল্টর নামক একটি ওয়েবসাইটে বাড়িটির বিক্রয়মূল্য দেয়া হয়েছে ১ লাখ ৪৯ হাজার ডলার।
সুপ্রাচীন এই বাড়িটিকে দারুণভাবে সাজানো হয়েছে। এক্ষেত্রে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ডাইনিং রুম, লিভিং রুম, একটি বাথরুম, বেডরুম ও একটি অফিস। তবে বেডরুমটি ফার্নিশড নয়। বাড়ির দ্বিতীয় তলায় রয়েছে চারটি বেডরুম, একটি বাথরুম ও লন্ড্রি এরিয়া। তবে বছরের পর বছর ধরে বাড়িটিকে ভালো করে রং করা হয়। নতুন হিটিং সিস্টেম লাগানো হয়। দরজা, জানালা, চিমনিগুলোকে মাঝে মাঝে বদলানো হয়।
রিয়েল্টর-এর ওয়েবসাইট ছাড়াও জিলো গন ওয়াইল্ড নামের একটি ইনস্টাগ্রাম পেইজে বাড়িটির বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। বাড়ির মধ্যে এভাবে জেল দেখে ইতিমধ্যেই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। রেবেকা নামে এক ইনস্টা ব্যবহারকারী জানিয়েছেন, বাড়িটি একটি পারফেক্ট হরর মুভির সেট। আর এক ব্যবহারকারী লিখেছেন, দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস সিনেমার অনুভূতি পাচ্ছেন তিনি।
উল্লেখ্য, ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস নামে এই আমেরিকান থ্রিলার হরর মুভিটি। সিনেমায় ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নামক এজেন্সিতে প্রশিক্ষণরত একজন ব্যক্তি এক সিরিয়াল কিলারকে খুঁজে বেড়ানোর চেষ্টা করে। এই সূত্রে সম্প্রতি আরও একটি বাড়ির ছবি পোস্ট করেছে জিলো গন ওয়াইল্ড নামের ওই ইনস্টা পেইজ। এই বাড়িতেও জেল ছিল। তবে ভারমন্ট হোমের মতো এত পুরনো নয় বাড়িটি।
প্রসঙ্গগত, এর আগে ইংল্যান্ডের একটি বাড়ির বাগানে একটি বাঙ্কারের সন্ধান মেলে। খোঁজ নিয়ে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল এই বাঙ্কার। পরে বাড়িটি বিক্রি হয়ে যায়। আর নতুন মালিক পুরো বাড়িটিকে একটি বারে বদলে দেন।





Post a Comment