পশুরাও ধর্ষণ করে! জেনে নিন শান্ত জন্তুদের নিষ্ঠুর প্রবণতা

Odd বাংলা ডেস্ক: হাঁস: জোর খাটিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে যায় হাঁস। মাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, ৪০ শতাংশ হাঁস যে ভাবে মিলন করে, তা ধর্ষণেরই শামিল।

ডলফিন: পুরুষ ডলফিন দল বেঁধে স্ত্রী ডলফিনকে ধর্ষণ ও হত্যাও করে থাকে।

মেরু ভল্লুক: পুরুষ মেরু ভল্লুক নানা ধরনের বীভৎস কাণ্ড করে থাকে। স্ত্রী মেরু ভল্লুকের সঙ্গে জোর করে মিলিত হওয়া তো বটেই, স্বজাতিকে মেরে খাওয়ার মতো ঘটনাও তার মধ্যে থাকে।

জলহস্তী: জলহস্তী তৃণভোজী হওয়া সত্ত্বেও কোনও রকম প্ররোচনা ছাড়াই তা বিভিন্ন প্রাণীকে আক্রমণ করে থাকে। এমনকী, ধর্ষণ করার কথাও শোনা যায়।

সিলমাছ: শুনতে অবাক লাগলেও, সিলমাছ ধর্ষণ করে পেঙ্গুইনকে।

ভোঁদড়: জীবনধারণের কারণে নয়, স্রেফ ফুর্তির কারণে অন্যকে খুন করে ভোঁদড়। মৃতের সঙ্গে মিলনের প্রবণতা বা নেক্রোফিলিয়াও দেখা যায় তাদের মধ্যে।

কাঠবিড়ালি: কাঠবিড়ালি বহু সময়েই অতি আক্রমণাত্মক হয়ে পড়ে। মানুষও কখনও কখনও তার আক্রমণের শিকার হয়।

পেঙ্গুইন: নিজের বাচ্চাকে হারানোর পরে অন্য পেঙ্গুইনের বাচ্চা চুরি করার প্রবণতা পেঙ্গুইনের মধ্যে দেখা যায়। একই সঙ্গে নিজের সন্তানকে অবহেলায় মৃত্যুর দিকে ঠেলে দিতেও তারা দ্বিধা করে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.