মাত্র ১ টাকায় ভরপেট খাওয়া! গরিব মানুষের জন্য অভিনব ক্যান্টিন চালু করলেন গৌতম গম্ভীর


Odd বাংলা ডেস্ক: মাত্র এক টাকাতেই ভরপেট খাবার! এর আগেও এই ধরনের একটি ক্যান্টিন খুলেছিলেন গৌতম গম্ভীর। এবার আরও একটি ক্যান্টিনের সূচনা করলেন ক্রিকেট থেকে রাজনীতির আঙিনায় আসা দিল্লির বিজেপি সাংসদ। জানিয়ে দিলেন, এটি একটি ক্যান্টিন মাত্র নয়, একটা আন্দোলন, ক্ষুধার্তদের পেট ভরানোর আন্দোলন। এক টাকার টোকেনের বিনিময়ে ভরপেট খাবার একসঙ্গে ৫০ জন মিলে বসে খেতে পারবেন।
 
পূর্ব দিল্লির নিউ অশোকনগরের এই অভিনব সস্তা ক্যান্টিনের নাম ‘জন রসুই’। এর আগে গত ডিসেম্বরে গান্ধীনগর মার্কেটে এমনই আরও একটি ক্যান্টিন খোলা হয়েছিল। এখনও পর্যন্ত সেখানে ৫০ হাজার মানুষ ভরপেট খাবার পেয়েছেন বলে গম্ভীরের অফিসের সূত্রে জানানো হয়েছে। মঙ্গলবার ‘জন রসুই’য়ের সূচনা করতে গৌতম গম্ভীরের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত পাণ্ডা ও দলের দিল্লি শাখার সভাপতি আদেশ গুপ্তা। এদিন সকলের সঙ্গে খাবার চেখে দেখেন গম্ভীরও। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.