সাবধান! ফেসবুকের ৬১ লাখ ভারতীয় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে

Odd বাংলা ডেস্ক: একটি হ্যাকিং ওয়েবসাইটে ফেসবুকের প্রায় ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য পাওয়া গিয়েছে। ফলে গোটা বিশ্ব জুড়ে এখন ফেসবুক ব্যবহারকারীরা আতঙ্কে রয়েছেন। সেই তথ্যের মধ্যে আছে নাম, ফোন নম্বর, বাড়ির ঠিকানা, জন্ম তারিখের মতো প্রয়োজনীয় তথ্যগুলি। ইতিমধ্যেই ফেসবুক এই নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। 

এর আগেও 2019 সালে ফেসবুক থেকে এই ধরনের তথ্য ফাঁস হয়েছিল। টেলিগ্রাম অ্যাপে মাত্র 20 ডলারের পরিবর্তে এই তথ্য পাওয়া যাচ্ছিল। এদিকে 2021 সালে ফাঁস হওয়া এই ডেটাবেসে রয়েছে আফগানিস্তানের সাড়়ে পাঁচ লাখ, বাংলাদেশের ৩৮ লাখ ও ভারতের ৬১ লাখ ব্যবহারকারীর তথ্য। ফলে বহু মানুষের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

ঘটনা ক্রমে সাইবার ক্ষেত্রে ভারতে তথ্য  সংরক্ষণ বিষয়ে আইন এখনও লোকসভায় আটকে রয়েছে, পাশ হয়নি। ফলে ভারতে যাদের তথ্য ফাঁস হয়েছে তাদের আইনি সংরক্ষণ দেওয়া যাবে না বলে মনে করছেন আইনজীবিরা। শুধুই ফেসবুক নয় মোবিকুইক নামে আর একটি পেমেন্ট অ্যাপের তথ্যও ফাঁস হয়ে গিয়েছে। এদিকে এবারে ফেসবুকের যে তথ্য ফাঁস হয়েছে  সেটি একেবারে বিনামূল্য পাওয়া যাচ্ছে একটি ওয়েবসাইটে। সেখানে ব্যাক্তিগত চ্যাটের তথ্য়ও আছে। যদিও ফেসবুকের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.