গ্রামের দায়িত্ব কেউ নিচ্ছে না, তাই ভোটে দাঁড়াচ্ছেন ৮১ বছরের বৃদ্ধা
Odd বাংলা ডেস্ক: নাম রাণী দেবী। বয়স ৮১। বয়সের ভারে কোমড়টা হালকা নুইয়ে পড়লেও আছে অদম্য আত্মবিশ্বাস। চৌবেপুর গ্রামের বাসিন্দা এই বৃদ্ধা মনে প্রাণে চান তার গ্রামের হোক উন্নয়ন। আসুক নলের পানীয় জল। তৈরি হোক শিক্ষালয়। কিন্তু কোনও নেতাকেই দেখা যায় না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি নিজেই চেষ্টা করবেন তাঁর গ্রামের উন্নয়নের। তাঁর বক্তব্য কোনও নেতাই এই গ্রামের জন্য কিছুই করেনি। আমিই চেষ্টা করব আমার এই গ্রামের উন্নয়নের।





Post a Comment