সঙ্গম ক্ষমতা হারিয়েছিলেন অর্জুন! কার অভিশাপে জানেন?

Odd বাংলা ডেস্ক: দেবরাজ ইন্দ্রের সভার সর্বশ্রেষ্ট অপ্সরা উর্বশীর অভিশাপে বৃহন্নলা হয়ে গিয়েছিলেন অর্জুন৷

কিন্তু কেন অভিশাপ দিয়েছিলেন উর্বশী?

মহাভারতের একটা সূত্র থেকে জানা যায়, পাশা খেলায় পরাজিত হয়ে পাণ্ডবরা যখন বনবাসে গিয়েছিলেন, তখন যুধিষ্ঠিরের আদেশে দেবতাদের অস্ত্র লাভের জন্য অর্জুন ইন্দ্রলোকে যান। ইন্দ্র তাঁকে মহাদেবের আরাধনা করতে বলেন। অর্জুন মহাদেবের কাছ থেকে তার পাশুপত অস্ত্র লাভ করেন।

এরপর ইন্দ্র নিজেও অর্জুনকে নানারকম দেবতাদের অস্ত্র শিক্ষা দেন। ইন্দ্রের নির্দেশে ইন্দ্রসখা চিত্রসেন অর্জুনকে গীত ও নৃত্যে পারদর্শী করেন। সেইখানে নৃত্যরতা অপ্সরাদের মধ্যে উর্বশীর দিকে অর্জুন বারংবার দৃষ্টি নিক্ষেপ করছেন দেখে, ইন্দ্র উর্বশীকে অর্জুনের কাছে পাঠিয়ে দিলেন।

অর্জুনকে দেখার পরই মুগ্ধ হয়ে যান উর্বশী৷তিনি অর্জুনকে প্রেম নিবেদন করেন৷ কিন্তু কামনা বসে তার দিকে তাকাননি পান্ডবপুত্র৷ কারণ মা কুন্তি অর্জুনকে মন্ত্রবলে দেবরাজ ইন্দ্রের থেকে লাভ করেন৷ তাই ইন্দ্র অর্জুনের পিতা ছিলেন৷ আর উর্বশী তাঁর পিতার সভায় আবদ্ধা ছিলেন বলেন অর্জুন উর্বশীকে পুরু বংশের জননী হিসেবে দেখেছিলেন।

কিন্তু অর্জুন তাকে প্রত্যাখ্যান করায় উর্বশী অপমানিত হয়ে অর্জুনকে অভিশাপ দেন৷ বলেন, অর্জুন নর্তকরূপে স্ত্রীলোকদের মধ্যে একবছর নপুংশক হয়ে থাকবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.