স্বামী সৌমিত্রকে ভাল রাখবেন বলে নিজের ব্যাডমিন্টনের ক্যারিয়ারে ইতি টেনেছিলেন দীপা
শুভেন্দু পাঠক: ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিয়ে খবরটা পড়তেই একটা পুরনো পত্রিকার পাতা চোখের সামনে ভেসে উঠল। বাবার সংগ্রহে রাখা একটা পুরনো 'প্রসাদে' লেখাটা পড়েছিলাম। সেটা হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়কে নিয়ে।
রবিবার রাত তিনি ২.৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। স্বামীর মৃত্যুর এত তাড়াতাড়ি দীপা চলে গেলেন, শুধুই কি কো-ইন্সিডেন্স নাকি তিনিও মনে প্রাণে সেটাই চেয়েছিলেন। বোধহয় সেটাই, সৌমিত্রকে 'সৌমিত্র' করে তোলার পেছনে যাঁর সবচেয়ে বেশি অবদান সেই দীপা হয়তো মনে করেছিলেন তাঁর দরকার এবার হয়তো ফুরিয়েছে।
সেই পুরনো 'প্রসাদ' পত্রিকায় পড়েছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায় যখন 'অপুর সংসার' করে ফেলেছেন তখন থেকেই দীপার সঙ্গে তাঁর প্রেম। দীপা ছিলেন দুর্দান্ত ব্যাডমিন্টন প্লেয়ার। তাঁর সে সময়ের সঙ্গী-সাথীরা তো ভেবেছিল দীপা হয়তো জাতীয় স্তরে খেলবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দীপা কিন্তু ঘরকন্যা করেছেন। সংসার সামলেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়কে এক কথায় অভিনয় করতে উৎসাহ দিয়ে গিয়েছেন। তাই হয়তো সৌমিত্র'র আগে তিনি চলে যাননি। কারণ জীবনসাথী হিসেবে তাঁর কাজ যে শেষ হয়নি তখনও। কিন্তু 'অপু' পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর যেন তিনি বাঁচার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছিলেন।





Post a Comment