Hemanta Mukherjee: কবিতা কৃষ্ণমূর্তির নাম কবিতা রেখেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়


Odd বাংলা ডেস্ক: কবিতা কৃষ্ণমূর্তি। নামেই বোঝা যায় উনি একজন দক্ষিণ ভারতীয়। কিন্তু তাঁর বেড়ে ওঠা বাঙালি পরিবারে। আসলে কবিতা কৃষ্ণমূর্তির বাবা চাকরি করতেন দিল্লির শিক্ষা মন্ত্রণালয়ে। আর তার পাশের বাড়িতেই থাকতেন এক বাঙালি পরিবার। সেই পরিবারের হাত ধরেই কখন যে বাংলা বলতে শিখে গিয়েছিলেন মনে নেই কবিতার। শিখে গিয়েছিলেন মাছ খাওয়া। কলেজ বন্ধু-বান্ধবীও জুটলো সব বাঙালি। তখন মুম্বইয়েই পড়াশোনা করছেন হেমন্ত মুখোপাধ্যায়ের মেয়ে রানু মুখোপাধ্যায়। 

একদিন কলেজের অনুষ্ঠানে গাইতে এলেন হেমন্ত বাবু। কবিতার জন্মগত আসল নাম সারদা কৃষ্ণমূর্তি। সেই কলেজের অনুষ্ঠানেই কবিতা গান করতে উঠলেন। মাইকে বলা হল যে ছোট্ট মেয়ে সারদা আপনাদের সামনে গান শোনাবে। কিন্তু সবাই ভুল করে ভেবে বসল বলিউডের অভিনেত্রী-গায়িকা সারদা গান করতে এসেছেন। অডিয়েন্সের এই ভুল ভাঙালেন হেমন্তবাবু নিজে স্টেজে উঠে গিয়ে। বললেন ওর নাম সারদা কৃষ্ণমূর্তি। ও আপনাদের লতা মুঙ্গেশকরের গান শোনাবে। সেদিনই স্টেজের পেছনে হেমন্তবাবু বলেছিলেন স্টেজের জন্য এই নাম চলবে না, বদলাতে হবে তোমার নাম। তখন হঠাৎ করেই তিনি বলেছিলেন আজ থেকে তোমার নাম কবিতা কৃষ্ণমূর্তি। আর সেই নামেই আজ গোটা বিশ্ব তাঁকে চেনে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.