আচমকা হাওড়া ব্রিজ নীল আলোয় ছেয়ে গেল
Odd বাংলা ডেস্ক: সবে সূর্য ডুবেছে। হাওড়া ব্রিজের ওপর তখন ব্যাস্ততম অবস্থা। তারই মাঝে আচমকা সবাই অবাক। নীল আলোয় ছেয়ে গেল হাওড়া ব্রিজ। গঙ্গার পারে বসে থাকা লোকজনও সেটা দেখে অবাক। অনেকেই সেই ছবি তুলে ফেসবুকে, টুইটারে শেয়ার করলেন
।Kolkata: Howrah bridge illuminated in blue light to mark World Autism Awareness Day pic.twitter.com/Nhzi3AmtVV
— ANI (@ANI) April 2, 2021
একটু খোঁজ নিতে জানা গেল বিশ্ব অটিজম ডে উদযাপন করার জন্যই এই নীল আলোর ব্যবহার করা হয়েছে। অভিনব এই উদ্যোগে খুশি শহরবাসী।





Post a Comment