আচমকা হাওড়া ব্রিজ নীল আলোয় ছেয়ে গেল

 

Odd বাংলা ডেস্ক: সবে সূর্য ডুবেছে। হাওড়া ব্রিজের ওপর তখন ব্যাস্ততম অবস্থা। তারই মাঝে আচমকা সবাই অবাক।  নীল আলোয় ছেয়ে গেল হাওড়া ব্রিজ। গঙ্গার পারে বসে থাকা লোকজনও সেটা দেখে অবাক। অনেকেই সেই ছবি তুলে ফেসবুকে, টুইটারে শেয়ার করলেন

। 

একটু খোঁজ নিতে জানা গেল বিশ্ব অটিজম ডে উদযাপন করার জন্যই এই নীল আলোর ব্যবহার করা হয়েছে। অভিনব এই উদ্যোগে খুশি শহরবাসী। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.