লকডাউনের সম্ভাবনা প্রবল, ভোটের আবহেই বিদেশে পাড়ি উমার
Odd বাংলা ডেস্ক: গত বছর আচমকা লকডাউনে ভেস্তে গিয়েছিল সবকিছু। শেষ মুহূর্তে বিদেশে পাড়ি দিতে পারেনি অরেধেকের বেশি প্রতিমা। তাই এবার সেই পরিস্থিতি যদি ফের নেমে আসে, আর তাতে যাতে ক্ষতি খানিকটা হলেও এড়ানো যায়, তার জন্য ভোটের আবহেই মা দুর্গা পাড়ি দিলেন সিডনি। বলা চলে ভোটের মধ্যেই যেন পুজোর গন্ধ কুমোরটুলিতে।
মূর্তি তৈরির কাজ শেষ। এবার কেবল জাহাজে চড়ে যাওয়ার পালা। কালো প্রেক্ষাপটে কালো শাড়িতে সেজেছেন মা। দু’পাশে রয়েছে লক্ষ্মী, সরস্বতী,কার্ত্তিক, গণেশ। মা দুর্গার উচ্চতা ৯ ফুট এবং ছেলে-মেয়েদের নিয়ে ১৪ ফুট চওড়া। পুরো প্রতিমাই বানানো হয়েছে ফাইবার দিয়ে।আবার যদি আচমকা জারি হয় লকডাউন তাই আগেভাগেই প্রতিমার অর্ডার এবার কুমারটুলিতে। জাহাজে চেপে প্রতিমা যাচ্ছে পুজোর অনেক আগেই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শিল্পী কৌশিক ঘোষে জানান, প্রতিবারই অর্ডার আসে বিদেশ থেকে। তবে এবার একটু আগেই আমেরিকা এবং কানাডাতেও ঠাকুর চলে গিয়েছে। এবার যাচ্ছে সিডনি।
শিল্পী আরও জানান, যেহেতু ঠাকুর এবার সময়ের আগেই যাচ্ছে,তাই এখনই নিয়ে রেখে দেবেন সেখানকার উদ্যোক্তারা। পুজোর সময় পুজো হবে। গতবার তো লকডাউনের কারণে বহু জায়গায় ঠাকুর যায়নি, তাই পুজোও হয়নি। তাছাড়া ওখানে তো আর বিসর্জনের দিন জলে ফেলা হয় না ঠাকুর। ওই ঠাকুরই আবারও পুজো হয়। ফলে পুজোর দু’দিন আগেই যে প্রতিমা ঢুকবে তেমন ব্যাপার নেই। আগেভাগেই তাই ঠাকুর রওনা হচ্ছে। ইতালি থেকে আমেরিকা, ব্রিটেন থেকে দুবাই। প্রতিবছরই পুজোর আগে প্রতিমা যায় কুমারটুলি থেকে। জাহাজে করে সিডনি যেতে মাস দেড়েক সময় লাগবে। অন্তত তেমনটাই জানান শিল্পী।





Post a Comment