হবে না পরীক্ষা, এমনিই নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের পাশ করানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের


Odd বাংলা ডেস্ক: মার্চের শুরু থেকেই দেশে নতুন করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। আর সারা দেশের মধ্যে সংক্রমণের  শীর্ষে মহারাষ্ট্র। উদ্বেগজনক এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল মহারাষ্ট্রের শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে কোনও রকমের পরীক্ষা ছাড়াই নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড বলেন,‘‘বর্তমানের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে এবং পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে রাজ্যের শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের অধীনে থাকা স্কুলগুলির নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের পরীক্ষা না নিয়েই পরের শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।’’

তিনি আরও বলেন, ‘‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মহারাষ্ট্রের অধীনে থাকা সব বিদ্যালয়ের প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদেরও পরীক্ষা ছাড়া পরের শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এ বার এই সিদ্ধান্তও নেওয়া হল।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.