অবশেষে স্বস্তি, আজ রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস


Odd বাংলা ডেস্ক: শুষ্ক গরমে নাজেহাল সাধারণ মানুষের জন্য অবশেষে স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টিপাত নয়, ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়ও। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় বিকেলের দিকে হবে বৃষ্টিপাত। এদিকে বৃষ্টিপাত সামান্য স্বস্তি ফেরালেও অস্বস্তি বজায় রাখবে শুষ্ক আবহাওয়া। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়াবে অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, 'ঝাড়খণ্ডের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার, এই তিনদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।' প্রসঙ্গত, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমান সর্বাধিক ৮৮ শতাংশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.