এটাই বিশ্বাস! দোকানদার ছাড়াই চলছে দোকান!

Odd বাংলা ডেস্ক: মিজোরাম রাজ্যের সেলিং গ্রামে এবং তার আশেপাশে বসবাসকারী সম্প্রদায়ের জীবনযাত্রা একেবারেই ভিন্ন। সেখানে দোকানদার ছাড়াই চলে দোকান। গ্রামবাসীরা দোকান চালাতে বাড়তি শ্রম এবং সময় নষ্ট না করে। দোকানের সামনেই স্থানীয় কৃষকরা বাঁশ ও কাঠের তৈরি টেবিলের উপর পণ্যের পসরা সাজিয়ে তার উপর মূল্য লিখে রাখা হয়। সেইসঙ্গে অর্থ পরিষোধের জন্য একটি প্লাস্টিকের বোতল বা কৌটাও রাখা হয় ।  

ক্রেতাদের যার যা প্রয়োজন তা নিয়ে মূল্য সেখানেই রেখে যায়। তাদের নিজেদের সম্প্রদায়ের উপর পুরোপুরি বিশ্বাস এবং আস্থা আছে। সেখানে রাস্তার পাশেই আইজল নামে স্থানীয় উৎপাদিত পণ্যের ছোট ছোট দোকান। যেগুলো তৈরি করা হয় কাঠ দিয়ে। তবে এই মানহীন দোকান বিশ্বে সৃষ্টি করেছে মানবতার শিক্ষা।

যাত্রীরা তাদের যা প্রয়োজন নিচ্ছে এবং নিজেরাই পণ্যগুলোর আর্থিক লেনদেন সম্পন্ন করছেন। পুরো বিশ্বস্ততার উপরই সেখানকার দোকান চলে। যদি পণ্য কেনার পর তা পরিবর্তনের প্রয়োজন হয় তারও সুযোগ রয়েছে ক্রেতাদের। এজন্য যেখান থেকে সে পণ্যটি নিয়েছিল সেখানে রেখে অন্য পণ্য নিয়ে তার মূল্যও পরিশোধ করতে হয়। এসব নিয়ম অবশ্য গ্রামবাসীর সবার সম্মতিতেই করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.