বদলাতে পারে 'কিসমত' থাকলে এই ৫ টাকার নোট

Odd বাংলা ডেস্ক: নোট বা কয়েক সংগ্রহ করার রীতি সারা বিশ্ব জুড়ে রয়েছে। চলতি নোট অবশ্যই নানান স্মারক মুদ্রা কালেকশন করার একটা ঝোঁকও মানুষের আছে। এবং এগুলির নিলামও হয়। 

বাজারে অনেক ধরনের পাঁচ টাকার নোটের চল আছে। কিন্তু একটি বিশেষ সিরিজের পাঁচ টাকার বদলে আপনি পেয়ে যেতে পারেন হাজার হাজার টাকা। বিশ্বাস হচ্ছেনা ? সত্যি আপনি হতে পারেন লাখ টাকার মালিক, যদি আপনার কাছে থাকে এই বিশেষ ধরনের পাঁচ টাকার নোট।

অনেকেরই এই সব কথা গাঁজাখুরি গল্প মনে হবে, কিন্তু তা একদমই নয়। অনেকেই হয়ত ভাবছেন কি কারনে এতগুলো টাকা দেওয়া হবে ? এখনকার যুগে কেউ অকারনে তো টাকা ব্যয় করেনা। আসল সত্যি হল যে আপনার ঘরে যদি এই পাঁচ টাকা থাকে তাহলে আপনি এক সুযোগেই হয়ে যাবেন লাখপতি। আসুন তাহলে জেনে নিন এই নোটের কি গুন.

দিল্লীর বিখ্যাত কর্পোরেশন অফ মেথর্ড রিসার্চ কোম্পানি সংক্ষেপে সি.এম.আর.সি এই তথ্য দিয়েছেন যে এই বিশেষ সিরিজের পাঁচ টাকার নোট যার কাছে থাকবে সে তার বদলে অনেক টাকা পেতে পারেন। এই নোট বাজারে খুব কম পরিমানে ছাড়া হয়েছিল। কিন্তু ঠিক কিরকম সেই নোট ? তার বিশেষত্বই বা কি ?

আজকাল ইন্টারনেটের যুগে ঘরে বসেই সারা বিশ্বের খবর আপনার হাতের মুঠোয়। আপনি ঘরে বসেই জানতে পারবেন কোথায় কি হচ্ছে। আজকাল পুরনো জিনিসের দাম অনেক সেটা জানেন নিশ্চয়ই। পুরনো টাকা থেকে শুরু করে পুরনো কাঠের জিনিস, তাছাড়া আরো অনেক ঘর সাজাবার জিনিস বা অন্য দেশের টাকা ইত্যাদি সবই হল অ্যানটিক। এই সব জিনিসের একটু খোজ খবর রাখলেই আপনি রাতারাতি বড়লোক হতে পারবেন।

তেমনই আপনার কাছে যদি পাঁচ টাকার 786 এর সিরিজের নোট থাকে তাহলে আপনি খুব ভাগ্যবান। আপনার কাছে একটি দূর্লভ জিনিস আছে। আপনি তার মাধ্যমে হতে পারেন অনেক টাকার মালিক।

তার সঙ্গে যদি নোটের ওপর ট্র্যাক্টর ও হীরের ছবি দেওয়া থাকে তাহলে আপনি পেতে পারেন লাখ টাকা। আসলে এই টাকাগুলি অনলাইনের মাধ্যমে নিলাম হয়। আপনাকে বেশি কিছু করতে হবেনা। আপনি শুধু নোটের ছবি দেবেন, আর আপনার জিনিসটি যদি নিলাম হয় তাহলে আপনি পাবেন টাকা।

সাধারণত এই নোটগুলির অকশন বা নিলাম করা হয় এই ওয়েবসাইটে https://dir.indiamart.com/impcat/old-coins.html


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.