কোন রাশির কী বদগুণ? জানলে কিন্তু চমকে যাবেনই...
Odd বাংলা ডেস্ক: মানুষকে চিনতে হলে তার খারাপটাই আগে জানা জরুরি৷ ১২ টি রাশির জাতকদের মধ্যে আসুন জেনে নিই কার কী মন্দগুণ আছে৷
মেষ
এই রাশির জাতকদের চাহিদা থাকে খুব৷ এরা খুব ডিম্যান্ডিং হয়৷ আপনার জীবনে এরা খুব ভালোভাবে ঢুকে পড়তে পারে৷ এমনভাবে, যাতে আপনি আপনার সমস্ত সময় ওকেই দিতে পারেন৷ কিন্তু যদি আপনি নিজে মেষ রাশির লোকেদের থেকে কিছু চেয়ে থাকেন, তাহলে কিন্তু ফল হয় উলটো৷ সরাসরি আপনাকে নিজের জীবন থেকে ছেঁটে ফেলতে এরা দ্বিধা করবে না৷কারণ এরা নিতে পছন্দ করে, দিতে নয়৷
বৃষ
এরা সাধারণত খুব বোরিং হয়৷ আসলে এরা নিজেদের মধ্যেই খুব বোরিং মানুষ হয়৷ ফলে আপনি যদি সুপার-ইন্টারেস্টিং বা মজাদার মানুষ না হন, তাহলে এরা কিন্তু আপনাকে মোটেই পছন্দ করবে না৷
মিথুন
ঝুঁকি দেখলেই কেটে পড়া এদের স্বভাব৷ তাই আপনি যখন এই রাশির মানুষের থেকে সাহায্য চাইবেন, পাবেন না৷ এরা একা থাকতেও ভালোবাসে না৷ সবসময় এদের কোনও শ্রোতা চাই৷ বেশিরভাগ সময়ই বুদ্ধিদীপ্ত আলোচনা করতে চায়৷
কর্কট
এদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টাকা৷ এরা স্বাধীন, মিতব্যয়ী ও মেটারিলিস্টিক হয়৷ তবে মনের দিক থেকে মানুষের অনুভূতি ও পরিবার এদের কাছে সবচেয়ে আগে৷ সেদিক থেকে টাকা এদের প্রায়রিটি নয়৷ এরা চায় আপনি ওদের কাছে উন্মুক্ত হন৷ কিন্তু তারপরই যদি অর্থসাহায্য চান, তাহলেই মুশকিল৷ অস্বস্তিতে পড়ে এরা৷
সিংহ
মেষের মতো নাহলেও সিংহ রাশির মানুষও খুব ডিম্যান্ডিং৷ তবে এদের চাহিদা খুব নির্দিষ্ট৷ এরা মনোযোগ চায়৷ এরা নিজেরা মনোযোগ চায়, অথচ এদের মতো অন্য কেউ মনোযোগ চাইলে সহ্য করতে পারে না৷ স্পটলাইট এরা কারোর সঙ্গে শেয়ার করতে রাজি নয়৷
কন্যা
সবকিছু নিয়ে এরা অতিরিক্ত সমালোচনা করে৷ যদি সেই সমালোচনা নির্দয়, খারাপ হয়; তাও৷ তবে একইভাবে তার যদি কেউ সমালোচনা করে, তা তারা মেনে নিতে পারে না৷
তুলা
বিচার ও স্বচ্ছ্বতার প্রতিমূর্তি তুলা৷ তাই এদের কাছে যেটা ঠিক, সেটাই শেষ কথা৷ কিন্তু ঠিক কোনটা, তার সিদ্ধান্ত এরা নিজেরাই নেয়৷ ওদের চোখে যেটা ঠিক, সেটাই ঠিক হতে হবে৷ তাই যা তারা সমর্থন করে না, সেটি ছেঁটে ফেলতে অক্লান্তভাবে তর্ক করে যায়৷ এই ক্ষেত্রে যদি অন্য কেউ এদের মতো ভাবে, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য হয় নয়৷
বৃশ্চিক
এরা অতিরিক্ত অনুভূতিপ্রবণ৷ তবে এর মানে এই নয় যে এরা খুব সংবেদনশীল৷ অন্যের বিষয়ে এরা সবসময় অনুভূতিপ্রবণ হয় না৷ উলটে চায়, ওদের অপরেই লোকে সংবেদনশীল হোক৷ সেই কারণে এরা আপনার উপর অসংবেদনশীল ও নিষ্ঠুর হতে পারে৷ কিন্তু আপনি যদি একই কাজ তাদের সঙ্গে করেন, তাহলে তারা পালিয়ে যায়৷
ধনু
প্রশ্নসূচক কাজ করতে এরা সবসময়ই দক্ষ৷ তাই খুব সহজেই এদের বিচার করা যায়৷ দুর্বল সিদ্ধান্তের জন্য এদের প্রায়ই খেসারত দিতে হয়৷ এর জন্য এদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়৷ কিন্তু তা সত্ত্বেও নিজেদের বড় দেখাতে তারা অন্যদের বিচার করতে চায়৷ তবে ওদের কেউ বিচার করুক, তা এরা একেবারেই চায় না৷
মকর
এই রাশির জাতকরা খুব ঠান্ডা প্রকৃতির হয়৷ সেই সঙ্গে খুব হিসেবিও হয়৷ পরিস্থিতিকে এরা নিজেদের মতো চালিত করে৷ যাতে সবার মনে হয়, কন্ট্রোল এদের হাতেই আছে৷ তাই এদের চারপাশে এরা হিসেবি ও ম্যানুপুলেটিভ মানুষ পছন্দ করে না৷ কারণ তাহলেই এদের স্বরূপ ধরা পড়ে যাবে৷
কুম্ভ
এরা নিজেদের অনন্য এবং ভিন্ন হিসাবে দেখতে চায়৷ এরা এত অনমনীয় প্রকৃতির যে সেই একই ইউনিকনেস ও ভিন্নতা অন্যের মধ্যে দেখতে পছন্দ করে না৷ সেই সমস্ত মানুষদের এরা উপহাস করে ও অদ্ভুত আচরণ করে৷
মীন
নিজেদের জগতেই মজে থাকে মীন রাশির জাতকরা৷ কিন্তু এদের মধ্যে অনুভূতি প্রচুর৷ তাই এরা যথেষ্ট ইমোশনাল হয়৷ তাই আপনার মতামত না জেনেই এরা নিজের মধ্যে স্বপ্ন তৈরি করে ফেলে৷ আর যদি আপনি এদের কথামতো কাজ না করেন, তাহলেই শুরু হয় কান্নাকাটি৷ তাদেরও যদি কাজ না হয়, তাহলে নিষ্ঠুর হতেও দ্বিধা করে না৷





Post a Comment