১২টি বাইসনকে হত্যা করতে ৪৫ হাজার আবেদন, অভয়ারণ্যের অর্থাভাব মেটাতে উদ্যোগ

Odd বাংলা ডেস্ক: অর্থাভাব মেটাতে  যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত ‘গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক’ (Grand Canion National Park) প্রথমবারের মতো বাইসন (Bison) (বন্য মহিষ) শিকারের আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনে ১২টি বন্য মহিষকে গুলি করে হত্যা (Killed) করার অনুমতি দেবে পার্ক কর্তৃপক্ষ। এ জন্য আগ্রহী শিকারিদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছিল।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে যে এরই মধ্যে আবেদনকারীর সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। এ ধরনের আয়োজনকে ‘কন্ট্রোল হান্ট’ (Control Hunt) বলা হয়। এই আয়োজনে নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে ৪০০ থেকে ৬০০টি বাইসন ছেড়ে দেওয়া হবে। 

এরপর নির্বাচিত শিকারিরা গুলি করে ১২টি বাইসন হত্যা করতে পারবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মোট ২৫ শিকারিকে এই আয়োজনের সুযোগ দেবে। তাঁদের নির্বাচিত করা হবে লটারির মাধ্যমে। 

সূত্র : ডেইলি মেইল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.