ভারতীয় করোনা ভাইরাসকে ‘variant of concern’ আক্ষা দিল বিশ্ব: Report BBC

বিবিসি বলেছে যে ব্রিটিশ বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন যে ভারতীয় ভাইরাসের যে রূপ পরিলক্ষিত হচ্ছে তা করোনা ভাইরাসের মূল সংস্করণের চেয়ে আরও অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে।


ব্রিটিশ আধিকারিকরা ভারতে প্রথম পাওয়া নতুন করোনাভাইরাস স্ট্রেনগুলির মধ্যে একটি "উদ্বেগের বিষয়" লক্ষ করেছেন

বিবিসি বলেছে যে বিজ্ঞানীরা ভারতে করোনা ভাইরাসের  এমন একটি সংস্করণ পেয়েছে, যা B.1.617.2 নামে পরিচিত। এটিকে তারা "উদ্বেগের রূপ" হিসাবে চিহ্নিত করেছে। 

ভারতের এই  B.1.617.2 জেনমের ভাইরাসটি প্রথম অক্টোবরে সনাক্ত করা হয়েছিল। তবে পাবলিক হেল্থ ইংল্যান্ড (পিএইচই) এটির তিনটি পৃথক সাব টাইপকে শ্রেণিবদ্ধ করেছে, ভাইরাসের মধ্যে এতটাই পরিবর্তন লক্ষ করা গিয়েছে যার সঙ্গে গতবছরের ভাইরাসের গঠনের অনেক অমিল পরিলক্ষিত হচ্ছে। 

ডাব্লুএইচও বলছে ভাইরাসের এই রূপটি ইতিমধ্যে এক ডজনেরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে, আর তাই দেশগুলি ভারত থেকে তাদের বিমান ও জাহাজ চলাচল বন্ধ করতে ও সীমাবদ্ধ করতে বাধ্য হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.