জগন্নাথ দেবের বাহুবলি সেবায়েত, করেন শুধুই নিরামিষ ভোজন

Odd বাংলা ডেস্ক: ওপরে যাঁর ছবি দেখতে পাচ্ছেন তিনি হলেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সেবায়েত অনিল গোচিকর। নিরামিষ ভোজনের তাঁর সাংঘাতিক বিল্ডেড শরীর। এখন ওড়িশার সোশ্যাল মিডিয়াতে চরম ভাইরাল। 

জগন্নাথ দেবের সেবায় নিয়োজিত  এই সেবায়েতের হবি হল বডি বিল্ডিং। পেয়েছেন দেশে বিদেশে অনেক সম্মান। চাকরির সুযোগও পেয়েছিলেন জগন্নাথ মন্দিরের এই বাহুবলী। কিন্তু সেই চাকরি তিনি ছেড়ে দেন। নিজেকে ১০০ শতাংশ জগন্নাথ দেবের সেবায় নিয়োজিত করা ছিল তাঁর মূল লক্ষ্য। 

এখন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে মাঝে মাঝে চোখে পড়ে গোচিকরকে। ভক্তদের অনেকে আবার তার সঙ্গে ছবিও তুলতে চায়। হাসি মুখে তাদের সেল্ফিও দেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.