কমিশনারের মেয়ে পরিচয় দিয়ে পুলিশের জালে ভুয়ো ট্রাফিক সার্জেন্ট!
Odd বাংলা ডেস্ক: বাবা নাকি পুলিশ কমিশনার! আর তিনি নিজে ট্রাফিক পুলিশ অফিসার, এমনটাই দাবি ছিল তরুণীর। এমনকী পুলিশের উর্দি পরে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ছবিও আপলোড করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লালবাজারের সাইবার ক্রাইম ব্রাঞ্চে এবার অভিযোগ রুজু হল কলকাতার ভুয়ো মহিলা ট্রাফিক সার্জেন্টের নামে। অভিযুক্তের নাম সুলগ্না ঘোষ। জানা গিয়েছে, তার বাড়ি যাদবপুরে।
জানা গিয়েছে, ইনস্টাগ্রামের বায়োতে ব্যবহার করেছিল 'কলকাতা পুলিশ' পরিচয়। অভিযোগ, নানা কমেন্টের মাধ্যমে নিজেকে পুলিশ বলে জাহির করত ওই যুবতী। তার দাবি ছিল, শুধু সে নয়, পরিবারের আরও অনেকে নাকি পুলিশে চাকরি করেন। পুলিশের বাইকে চড়েও ছবি তুলেছিল সুলগ্না।





Post a Comment