নেই মুকুল, নেই বিরোধীরাও, অদ্ভুত PAC -র প্রথম বৈঠক


Odd বাংলা ডেস্ক: যে মুকুল রায়কে নিয়ে PAC তে এত তরজা হল সেই মুকুল রায় PAC প্রথম বৈঠকে অনুপস্থিত থাকলেন। পূর্ব ঘোষণা মতো অনুপস্থিত বিরোধীরাও! এভাবেই হয়ে গেল ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’ পিএসি-র ‘ব্যতিক্রমী’ প্রথম বৈঠক। সূত্রের খবর, পরবর্তীতে কী কী ভাবে এগোনো হবে, পরের বৈঠকে কী কী আলোচনা হবে, তা স্থির হয়েছে এদিন। মুকুল রায়ের অনুপস্থিতিতে পিএসি-র অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে প্রথম বৈঠক পৌরহিত্য করলেন তাপস রায়। তবে মুকুল রায় আসবেন না তা তিনি নিজেই ই মেল করে বিধানসভা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিলেন। আগামী ১৩ ও ২৭ অগাস্ট পিএসি-র পরবর্তী বৈঠক।

বৈঠকে ছিলেন নির্মল ঘোষ, তাপস রায়, অশোক দেব, দেবব্রত মজুমদার ও স্বর্ণকমল সাহা, অসীমা পাত্র, দেবাশিস কুমার ও শ্যামল মণ্ডলরা। কিন্তু যাঁকে ঘিরে এত বিতর্ক, এত সংঘাত, সেই ব্যক্তিই উপস্থিত থাকলেন না বৈঠকে। অথচ তাঁরই উপস্থিতির প্রতিবাদ জানিয়ে বৈঠক বয়কট করলেন বিজেপির সদস্যরাও। রাজনৈতিক সমালোচকদের কথায়, গোটা বিষয়টিই অত্যন্ত ‘ব্যতিক্রমী’ হয়েই রয়ে গেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.