উঠে যাচ্ছে এই ব্যাঙ্ক, করা যাবে না কোনও লেনদেন
Odd বাংলা ডেস্ক: বন্ধ হয়ে যাচ্ছে আরও এক ব্যাঙ্ক। করা যাবে না কোনও রকমের লেনদেন। তাই সমস্ত টাকা তুলে নেওয়াই ভাল। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) মহারাষ্ট্র ভিত্তিক ব্যাঙ্ক ডাঃ শিবাজিরাও পাতিল নীলাঙ্গেকর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের (Dr Shivajirao Patil Nilangekar Urban Co-operative Bank) লাইসেন্স বাতিল করেছে। আরবিআইয়ের মতে, ব্যাঙ্কের আর্থিক আর্থিক অবস্থার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। লাইসেন্স বাতিলের সাথে সাথে ব্যাঙ্কে টাকা জমা ও তোলাও নিষিদ্ধ করা হয়েছে।
লাইসেন্স বাতিল হওয়ার কারণে ব্যাঙ্কে আমানতকারীরা টাকা তুলতে পারবেন না৷ ডাঃ শিবাজিরাও পাতিল নীলাঙ্গেকর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে টাকা লেনদেন করতে পারবেন না। আরবিআই ছাড়াও সমবায় কমিশনার এবং সমবায় সমিতির রেজিস্ট্রারও মহারাষ্ট্রের এই ব্যাঙ্কটিকে বন্ধ করে এই ব্যাঙ্কের জন্য একজন কর্তা নিয়োগের আদেশ জারি করেছেন।





Post a Comment