Odd বাংলা ডেস্ক: অ্যালোপ্যাথির ডাক্তারদেরও আয়ুষ বিভাগে আবশ্যিক ইন্টার্নশিপের কথা বলেছিল কেন্দ্র। কিন্তু সেই বিষয়ে এবার ভিন্ন মত পোষণ করল IMA। এমবিবিএস পাশ করার পরে হবু চিকিৎসকদের এক বছরের ইন্টার্নশিপ করতে হয়। সম্প্রতি জাতীয় মেডিক্যাল কাউন্সিল (এনএমসি) ইন্টার্নশিপের যে খসড়া প্রস্তাব সামনে এনেছে, তাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজে যদি হোমিয়োপ্যাথি, আয়ুর্বেদ, যোগ ও নেচারোপ্যাথি, ইউনানি কিংবা সিদ্ধার মতো বিষয় (অর্থাৎ আয়ুষ) থাকে, তা হলে ইন্টার্নদের সেই শাখাতেও যুক্ত থাকতে হবে এক সপ্তাহের জন্য। বিষয়টি সামনে আসতেই আপত্তি জানায় চিকিৎসকদের বড় অংশ। সংগঠনের বক্তব্য, আয়ুষ ও অ্যালোপ্যাথি— চিকিৎসার এই দুই ধারার মিশ্রণে আখেরে খিচুড়ি ডাক্তার তৈরি হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)





Post a Comment