পাবজি খেলায় মগ্ন ৪ কিশোরের মর্মান্তিক মৃত্যু

Odd  বাংলা ডেস্ক: কানে হেডফোন, চোখ মোবাইল স্ক্রিনে। অন্য কোথাও তাদের ভ্রুক্ষেপ নেই। অসতর্কতার মাশুল দিতে হলো নিজেদের জীবন দিয়ে। চলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো চার কিশোরের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে কানুয়াগছ এলাকার রেল স্টেশনের কাছে রেলপথের আপলাইনে বসে মোবাইলে পাবজি গেম খেলছিলেন তারা। সে সময় দূর থেকে একটি মালগাড়ি দেখতে পেয়ে চারজনই সরে আসেন ডাউনলাইনে।

সবার কানেই হেডফোন ছিল, পাশাপাশি আপলাইনের মালগাড়ির শব্দে কেউই টের পাননি যে, যেখানে তারা বসে আছেন, সেই ডাউনলাইন ধরেই মৃত্যুদূতের মতো এগিয়ে আসছে আগরতলা-দেওঘর এক্সপ্রেস ট্রেন। সেই ট্রেনের চাকাতেই কাটা পড়ে চার কিশোরের দেহ।

ঘটনার পর অনেকক্ষণ লাইনেই পড়ে ছিল ৪ জনের দেহ। রেল পুলিশকে খবর দেওয়া হলেও তারা আসেনি বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। পরে গ্রামবাসীরাই গিয়ে মরদেহ উদ্ধার করে তা সৎকার করে। রেলগেটের গেটম্যান সব দেখলেও কিছুই জানেন না বলে নিজের দায় সেরেছেন।

মৃতদের পরিবারের লোকেদের কাছ থেকে জানা গিয়েছে ওই কিশোররা সবাই পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। রোববার রাখি পূর্ণিমার ছুটি থাকায় বাড়ি এসেছিলেন তারা।

উত্তর দিনাজপুর জেলার পুলিস সুপার শচীন মক্কার এ বিষয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টাকে বলেন, ‘আমরা ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যুর ঘটনার খবর পেয়েছি। মৃতদের আত্মীয়-স্বজনরা তাদের সৎকার কাজ করেছেন বলেও জেনেছি।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.