কীভাবে দেখবেন CBSE ১০ম শ্রেণির ফলাফল

Odd বাংলা ডেস্ক: প্রকাশিত হল CBSE ১০ম শ্রেণির ফলাফল। কীভাবে দেখবেন এই ফলাফল।

সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

স্ক্রোল করে পেজের নিচে নামুন। 'Roll Number Finder' লেখা অংশের ওপরে ক্লিক করুন।

এর পর একটা নতুন পেজ খুলবে। এরপর সেটায় 'Continue লেখায় ক্লিক করুন।

পরীক্ষার্থীরা নিজেদের শ্রেণি বাছুন।

এর পর নিজের নাম, বাবার নামসহ প্রয়োজনীয় তথ্য দিন।

এর পর দশমের রোল নম্বর জানতে সার্চ করুন।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে ফল প্রকাশিত হবে। এছাড়াও cbseresults.nic.in এবং results.gov.in থেকে ফল দেখতে পাবেন পড়ুয়ারা। সিবিএসই-র সরকারি ওয়েবসাইট ছাড়াও umang.gov.in, DigiLocker app এবং DigiResults এও ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে সিবিএসই১০ টাইপ করে রোল নম্বর, স্কুল, সেন্টার উল্লেখ করে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.