Olympics: অলিম্পিক্সের মেডেলে কি খাঁটি সোনা দেওয়া হয়?

Odd বাংলা ডেস্ক: স্বর্ণপদক আদৌ কি সোনায় মোড়া? বাস্তবে কিন্তু অলিম্পিকের পদক সোনা দিয়ে তৈরি হয় না। তবে এক সময়ে তা হত! সাল ১৯১২, স্টকহোমে যখন সামার অলিম্পিক্সেক আসর বসেছিল, সেই বছরেই শেষবার বিতরণ করা হয়েছিল খাঁটি সোনার তৈরি মেডেল! পরের বছর থেকে বদলে যায় সে প্রথা।তবে খাঁটি সোনা না দেওয়া হতে পারে। তাই বলে তার মর্যাদা কিন্তু কোনও অংশে কমে না। পাশাপাশি, এই মেডেল কিন্তু আরও বিভিন্নভাবে অভিনব। এই যেমন ধরুন-

  • ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, সংক্ষেপে IOC নির্ধারিত নিয়ম অনুসারে স্বর্ণপদকে ১ গ্রাম সোনা রাখতেই হয়। এগুলোর ব্যাস হয় ৬০ মলিমিটার এবং বেধ হয় ৩ মিলিমিটার।
  • পদকের এক পাশে থাকে গ্রিকদের বিজয়ের দেবী নাইকির (Nike) ছবি।
  •  ১৮৯৬ সালে প্রথম যে স্টেডিয়ামে অলিম্পিকের আসর বসেছিল, সেই প্যানাথেনাইক স্টেডিয়ামের (Panathenaic Stadium) ছবি থাকাটাও বাধ্যতামূলক। 
  • অলিম্পিকের পাঁচ রিংয়ের অফিসিয়াল লোগো থাকাটাও বাধ্যতামুলক। অলিম্পিক নামের সঙ্গে থাকে যেখানে অলিম্পিকের খেলা হচ্ছে সেই শহরের নাম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.