সেলফি তুলতে গিয়ে সারারাত নদীতে যুবক

Odd বাংলা ডেস্ক: ব্রিজে দাঁড়িয়ে নিজের স্মার্টফোনে সেলফি তুলতে চেয়েছিলেন এক যুবক। আর সেটা করতে গিয়েই ঘটে বিপত্তি। সেলফি তুলতে গিয়ে তিনি পড়ে যান নদীতে। সে সময় আশপাশে কেউ না থাকায় সারা রাত নদীর জলেতেই থাকতে হয় তাকে। অবশেষে সকালে দড়ি ফেলে ওই যুবককে উদ্ধার করে পুলিশ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কার্তিক নামে ৩০ বছর বয়সী ওই যুবক ভারতের চেন্নাইয়ের কৌম নদীর ওপর নেপিয়ার ব্রিজে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার দিকে সেফলি তুলতে যান। তবে মন মতো সেলফি না উঠায় ব্রিজের একদম প্রান্তে চলে গিয়েছিলেন তিনি। নদীতে তখন অবশ্য জল কম ছিল। তারপরও উঠে আসার ব্যবস্থা ছিল না। ওদিকে মোবাইল জলে পড়ে যায়। এই কারণে সারা রাত সেখানেই দাঁড়িয়ে থাকেন কার্তিক।

পরে সকাল ৬টার দিকে কয়েকজন পথচারী কার্তিকের চিৎকার শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দড়ি ফেলতে সেটা ধরে উঠে আসেন কার্তিক। উদ্ধারের পর পুলিশের কাছে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন কার্তিক। ব্রিজ থেকে নিচে পড়ে নদীর জলে সারারাত থাকার পর সুস্থই আছেন কার্তিক। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.