বাংলার মাদুর শিল্পী পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার

Odd বাংলা ডেস্ক: মাদুরের জন্য বিখ্যাত পশ্চিম মেদিনীপুরের সবং গ্রাম। এই শিল্পের জন্য এইবার রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন দুই মহিলা। মাদুরের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মূর্তির অবয়ব। কোনওটা পৌরাণিক, কোনওটা আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা কোনও বিশেষ প্রতিকৃতি।

ওই দুই মহিলা গৌরী দাস এবং গৌরী জানার বাড়ি সবং এর সাতা গ্রামে। জোড়া রাষ্ট্রপতি পুরস্কারে খুশি সবংবাসী। এদিন তাঁদের হাতে সংবর্ধনা তুলে দেন, মন্ত্রী মানস ভুঁইয়া। সঙ্গে ছিলেন, খড়্গপুরের মহকুমা শাসক আজমল হোসেন, ওসি সুব্রত বিশ্বাস, সবংয়ের বিডিও তুহিনশুভ্র মোহান্তি। ওই দুই গৃহবধূকে মুখ্যমন্ত্রীর পক্ষ শাড়ি, ফুল, মিষ্টি উত্তরীয় তুলে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.