আজ জাতীয় তাঁত দিবস, খেটে খাওয়া মানুষগুলির স্বীকৃতি পাওয়ার দিন

Odd বাংলা ডেস্ক: প্রতি বছর ৭ অগাস্ট দিনটি জাতীয় তাঁত দিবস হিসাবে পালিত হয়। এই দিনটির লক্ষ্য হল ভারতের তাঁতীদের তাদের অবদানে জন্য তাঁদের সম্মান জানানো।একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে দেশের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে তাঁত শিল্প। জেনে নিন এই বিশেষ দিনটি সম্পর্কে

২০২১ সালে জাতীয় তাঁত দিবসের থিম

জাতীয় তাঁত দিবস ২০২১-এর প্রতিপাদ্য হল "হাত তাঁত - একটি ভারতীয় উত্তরাধিকার"। এর উপর ভিত্তি করেই  ২০২১ সালের জাতীয় তাঁত দিবস উদযাপিত হবে।

ইতিহাস

তাঁত শিল্প সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য বর্তমান সরকার ২০১৫ সাল প্রতি বছর জাতীয় তাঁত দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এবং ৭ অগাস্ট তারিখটিকেই বেছে নেওয়া হয়। প্রসঙ্গত ১৯০৫ সালে একই দিনে কলকাতা টাউন হলে স্বদেশী আন্দোলনও শুরু হয়েছিল, যেখানে বঙ্গভঙ্গের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দেখা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.