অপারেশন চলাকালীন ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন! জানতে চান?

Odd বাংলা ডেস্ক: অপারেশন চলাকালীন ডাক্তাররা সবুজ পোশাক পরেন, কিন্তু কখনো ভেবেছেন তারা অন্য কোনও রঙের নয়, শুধু সবুজ পরেন কেন। বিশ্বাস করা হয় ডাক্তাররা ভগবান। আক্ষরিক অর্থে তারা মানুষের জীবন বাঁচান, তাই তাদের সাদা রঙের পোশাক পরা উচিত, যা পরিছন্নতা ও শুভ কাজের প্রতীক।

তবে অপারেশন চলাকালীন ডাক্তাররা সবুজ পোশাক পরেন, এই নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এবার এই বিষয়ে জেনে নেওয়া যাক।

সবুজ রং ব্যবহার করার পিছনে যে মূল কারণটি রয়েছে তা হলো দৃষ্টির তীক্ষ্ণতা উন্নত করা। কারণ চিকিৎসকেরা অপারেশনের সময় লাল রং দেখবেন তখন সেটার প্রতি অভ্যস্ত হয়ে পড়বে। আর দীর্ঘ সময় লাল রং মস্তিষ্কে খারাপ প্রভাব ফেলতে পারে।

শুধু তাই নয়, বেশিভাগ সময় রোগীর শরীরে অভ্যন্তরীণ অঙ্গপতঙ্গ দেখতে তাদের অসুবিধা হবে। তাই চিকিৎসকদের দৃষ্টি তীক্ষ্ণতা বাড়ানোর জন্যই অন্য রংগুলি যেগুলি ফিকে সেগুলিই ব্যবহার করা হয়।

সবুজ ও নীল রং প্রধানত দৃষ্টি উন্নতিতে সর্বাধিক অবদান রাখে। তাই সবুজ রং কেই বেছে নেন চিকিৎসকেরা। যাতে কোনো ব্যক্তির অপারেশন চলাকালীন যে ত্রুটিগুলি দেখা দিতে পারে তা কমানোর জন্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.