আফগানিস্তানে তালিবান, দাম বাড়ল কাজু-কিসমিসের


Odd বাংলা ডেস্ক: আফগানিস্তানের আকাশে ঢুকে সে দেশ পেরিয়ে যেতে বিমানের সময় লাগে প্রায় ৪০ মিনিট। আর এই দীর্ঘ ৪০ মিনিট যদি এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে পাইলটের কোনও যোগাযোগ না থাকে, তাহলে বিপদ প্রায় নিশ্চিত

পেট ভর্তি যাত্রী নিয়ে সব প্লেনই তাই এড়িয়ে যাচ্ছে আফগানিস্তান। কারণ, সোমবার নোটাম (নোটিস টু এয়ারমেন) জারি করে আফগানিস্তানের সদ্য ক্ষমতা দখলে নেওয়া তালেবান গোষ্ঠী জানিয়ে দিয়েছে, আফগান আকাশ-এলাকায় কোনও প্লেনকে ঢুকতে বারণ করা না হলেও এটিসি সেবা পাওয়া যাবে না। এখন এই পরিস্থিতিতে আফগানিস্তানের বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে। তার জেরে আফগানিস্তান থেকে যে ড্রাই ফ্রুট রপ্তানি হত সেটা সম্পুর্ন রূপে বন্ধ হয়েছে। যার জেরে ভারতে দাম বাড়ছে কাজু-কিসমিস ও আখরোটের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.