রসগোল্লাকে ইংরেজিতে কী বলে? ৯৯% মানুষ কিন্তু ভুল উত্তরই দিয়েছে

Odd বাংলা ডেস্ক: রসগোল্লার ইংরেজি নাম কি? ৯৯ শতাংশ মানুষ উত্তর দিতে পারেননি, তবে আপনি কি জানা আছে?

এই রসগোল্লাকে নিয়ে দুই রাজ্যের মধ্যে একবার দড়ি টানাটানিও হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার দাবী করে যে তার রাজ্যে আবিষ্কৃত রসগোল্লা, অন্যদিকে একই কথা ওড়িশাও বলেছিল। যদিও শেষ পর্যন্ত এই লড়াইয়ে পশ্চিমবঙ্গ জয়ী হয় এবং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই ট্যাগ) পায়। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন রসগোল্লার ইংরেজি নাম কি হতে পারে?

অনেক বড় বড় সাক্ষাৎকারে একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু বেশিরভাগ মানুষ সঠিক উত্তর দিতে পারেননি। আপনি জেনে অবাক হবেন যে ইংরেজিতে রসগোল্লাকে সিরাপ ফিল্ড রোল (Syrup Filled Roll) বলা হয়। তবে রসগোল্লাকে গুগলে Rasgulla বলা হয়েছে। কিন্তু এর সঠিক নাম সিরাপ ফিল্ড রোল।

কি মজা পেয়েছেন তো উত্তরটা জানতে পেরে? 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.