Odd বাংলা ডেস্ক: আটের দশকের কথা। রবিবার হলেই ঘরে ঘরে শোনা যেত মহাভারতের কাহিনি। তখন বড় শাটার দেওয়া টিভির যুগ। টিভির শাটার সরিয়ে গোটা পরিবারের চোখ থাকত মহাভারত দেখার জন্য। টিভির নব অন করতেই শুরু হত জনপ্রিয় ধারাবাহিক মহাভারত। এত বছর পর মহাভারত ধারাবাহিকের সেই গান মনে করিয়ে দিলেন এক মুসলিম ব্যক্তি। নিজের গলায় গাইলেন সেই টাইটেল ট্র্যাকটি। ধারাবাহিকের বিখ্যাত সেই টাইটেল ট্র্যাক শোনা মাত্রই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ধারাবাহিকে মহেন্দ্র কাপুরের গাওয়া গানটি আটের দশকে সকলের মুখে মুখে শোনা যেত। হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলেই সেই পুরাণ কাহিনি মন দিয়ে শুনতেন। বিআর চোপড়ার সেই ধারাবাহিকের জনপ্রিয়তা কতখানি তার প্রমাণ পাওয়া গেল এত বছর পরেও। মন প্রাণ দিয়ে মহাভারত ধারাবাহিকের টাইটেল ট্র্যাকটি গাইলেন এক প্রৌঢ়।
Beating the stereotypes! pic.twitter.com/BwhfqMbTjV
— Dr. S.Y. Quraishi (@DrSYQuraishi) September 20, 2021





Post a Comment