ভারত মহাসাগরে একের পর এক তাপপ্রবাহ, সংসদে উঠল আলোচনা

 

জলবায়ু পরিবর্তনের জেরে ক্ষতি হচ্ছে সমুদ্রেরও। প্রভাব পড়ছে উষ্ণায়নের। যার জেরে ২০২১-এ ছটি তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত মহাসাগরে। বঙ্গোপসাগরের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ভারতে গত বছরে যে ছটি আবহাওয়া সম্পর্কিত ঘটনা ঘটেছে, তার চারটিই ছিল এই বঙ্গোপসাগরে। রাজ্যসভায় আলোচনা জলবায়ু পরিবর্তন নিয়ে বৃহস্পতিবার রাজ্যসভায় আলোচনা হয়। সেখানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং মহাসাগরে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়টি উল্লেখ করে তথ্য প্রকাশ করেন। সংসদে মন্ত্রী জানান, ২০২১-এ তাপমাত্রার পরিবর্তন কিংবা তাপপ্রবাহ স্বাভাবিকের থেকে বেশি হলেও, তাতে আগেকার রেকর্ড ভাঙেনি। তিনি উল্লেখ করেন ২০২১ সালে পশ্চিম ভারত মহাসাহর অঞ্চলে তাপপ্রবাহ ৪ গুণ বেশি ছিল। যেখানে প্রতিদশকে তাপমাত্রা বাড়ছে ১.৫ শতাংশ হারে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে ২-৩ গুণ বেড়েছে। যা প্রতি দশকে বেড়েছে ০.৫ শতাংশ হারে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.