হাওড়া ব্রিজে ভয়ঙ্কর দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল বাস


ODD বাংলা ডেস্ক: বৃহস্পতিবার সকালে বড়সড় দুর্ঘটনা মুখোমুখি দুটি বাসের সংঘর্ষ ঘটল হাওড়া ব্রিজে। দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারার জেরে দুটি বাসের চালক এবং যাত্রী-সহ জখম হন ১২ জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাওড়া থেকে ধর্মতলাগামী একটি বাস এবং শিয়ালদহ থেকে হাওড়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া ব্রিজের উপর। অফিস টাইম হওয়ায় দুটি বাসেই অনেক যাত্রী ছিলেন। মুখোমুখি সংঘর্ষের জেরে দুটি বাস মিলিয়ে মোট ১০ জন যাত্রী জখম হন। পাশাপাশি দুটি বাসের চালকরাও জখম হন। দুর্ঘটনার জেরে দুটি বাসেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তার জেরে শিয়ালদহ থেকে হাওড়াগামী বাসের চালক কেবিনে বেশ কিছু ক্ষণ আটকে পড়েন। ব্রেকডাউন ভ্যান এনে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে সরানো হয়।

আহতদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে দুটি বাসেরই চালকের অবস্থা আশঙ্কাজনক। অফিস টাইমে দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজের উপর যানজট দেখা দেয়। যদিও কিছু ক্ষণ পরে সেই পরিস্থিতি আয়ত্তে আসে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.