Dailyhunt Sharad Samman 2022: এই বার নিজেদের দ্বিতীয় বছরে পা রাখলো

ডেইলিহান্ট  শারদ  সন্মান ২০২২ এই বার  নিজেদের দ্বিতীয় বছরে পা রাখলো, শারদ  সন্মান পুরস্কার দেওয়া  হবে মোট ৪০ টি দুর্গা পুজা  কমিটি

কে । প্রথম বছরে  এই পুরস্কার সংখ্যা ছিল ১০, এবং তা সীমাবদ্ধ ছিল কলকাতার মধ্যে । ৪০ টির  মধ্যে  ২০ টি দুর্গা  পূজা  কমিটি নির্বাচন

করা হবে কলকাতা থেকে ।বাকি ২০ টি দুর্গা  পুজা  কমিটির নির্বাচন হবে পশ্চিমবঙ্গের ১০ টি জেলা থেকে। এই জেলা গুলি হলো ১) উত্তর ২৪

পরগনা ২) দক্ষিণ ২৪ পরগনা ৩) হাওড়া  ৪) হুগলি ৫) পূর্ব বর্ধমান  ৬) পশ্চিম -বর্ধমান  ৭) পুরুলিয়া  ৮) নদীয়া  ৯) বীরভূম ১০) পুর্ব  মেদিনীপুর ।



কলকাতা  এবং জেলা এই দুই জায়গা থেকেই ৫০ টি করে পুজো কে নির্বাচন করা হয়েছে । বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া  হবে তার মধ্যে কিছু

কিছু বিভাগ উল্লেখিত হলো যেমন ১) উৎসবের সেরা ঐতিজ্য ২) উৎসবের সেরা পরিবেশ ৩) উৎসবের সেরা শিল্প  ভাবনা

৪) উৎসবের সেরা বন্ধন ৫)উৎসবের সেরা সামাজিক দায়বদ্ধতাএবং প্রমুখ । টিভির মাধ্যমে শারদ সম্মান সম্প্রচারের ব্যবস্থা থাকবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.