'বদলা চাইনি বলে CPM-র কেউ গ্রেফতার হয়নি', জাগো বাংলার শারদ সংখ্যার উদ্বোধনে হুঁশিয়ারি মমতার

ODD বাংলা ডেস্ক: জাগো বাংলার শারদ সংখ্যার উদ্বোধনের মঞ্চ থেকে ফের বিরোধীদের তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাম-বিজেপিকে এক যোগে আক্রমণ করেছেন তিনি। ইডি-সিবিআইয়ে শাড়াশি আক্রমণে নাজেহাল শাসক দল। সেকারণেই পাল্টা বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ তীব্রতর করছেন মমতা। প্রায় প্রতি অনুষ্ঠানেই বিরোধীদের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। রবিবার পার্টির মুখপত্র জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশের অনুষ্ঠানেও বিজেপি-বামেদের এক যোগে নিশানা করেন মমতা। তৃণমূল কংগ্রেস প্রতিহিংসা পরায়ণ নয় তাই ৩৪ বছরে সিপিএমের কেউ গ্রেফতার হয়নি। জাগো বাংলার শারদ সংখ্যা উদ্বোধনে এসে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'কেউ ধোয়া তুলাসীপাতা নন, বদলা চাইনা বদল চাই বলেছিলাম বলে সিপিএমের কেউ গ্রেফতার হয়নি।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.